জেনিফার লোপেজের সেকাল একাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ১১:৩১ |  আপডেট  : ৩১ ডিসেম্বর ২০২৪, ২১:৫৩

ঠিক ২০ বছর আগে মুক্তি পায় জেনিফার লোপেজের তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘দিস ইজ মি...দেন’। ২০০২ সালের ২৫ নভেম্বর মুক্তি পাওয়া অ্যালবামটির মূল প্রেরণা ছিলেন লোপেজের তখনকার প্রেমিক বেন অ্যাফ্লেক। সম্পর্কের নানা চড়াই–উতরাই পেরিয়ে দুই দশক পর আবার মিলিত হয়েছেন লোপেজ ও অ্যাফ্লেক। ২০২২ সালের সেই ২৫ নভেম্বরেই নতুন অ্যালবামের ঘোষণা দিলেন গায়িকা। নামটিও রেখেছেন আগেরটির সঙ্গে মিল রেখে ‘দিস ইস মি...নাউ’।
 আট বছর পর জেনিফার লোপেজের নতুন অ্যালবাম, মুক্তি পাবে ২০২৩ সালে। মুক্তির আগেই অবশ্য ভক্তদের অ্যালবামের একটি গান উপহার দিয়েছেন লোপেজ। 

গানটির শিরোনাম ‘ডিয়ার বেন পিটি টু’। নাম দেখেই বোঝা যাচ্ছে, স্বামী বেনকে নিয়েই গানটি তৈরি করেছেন জেলো। গানটির কথায় বেনের প্রতি সব ভালোবাসা যেন নিংড়ে দিয়েছেন জেলো, ‘তোমাকে ভালোবাসি, তুমি পরিপূর্ণ/যেন আমার স্বপ্নেরই বহিঃপ্রকাশ।’ দীর্ঘ বিরতির পর নতুন গান পেয়ে ব্যাপক উচ্ছ্বসিত গায়িকার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত লিখেছেন, ‘তুমি জানো আমরা কী চাই।’ আরেকজন লিখেছেন, ‘ওহ কী দুর্দান্ত একটা গান, বোধ হয় পাগলই হয়ে যাব।’

ইনস্টাগ্রামে জেনিফার লোপেজ জানিয়েছেন, ‘দিস ইজ মি দেন’–এর দুই দশক পূর্তি উপলক্ষে নতুন অ্যালবাম। লিখেছেন, ‘সব অ্যালবামই আমার কাছে বিশেষ কিছু কিন্তু দিস ইজ মি... সবচেয়ে পছন্দের।’ ‘দিস ইস মি...নাউ’–এ গান রয়েছে ১৩টি। গানগুলোতে উঠে এসেছে বেনের প্রতি তাঁর ভালোবাসা, গত জুলাইয়ে হওয়া বিয়েসহ নানা প্রসঙ্গ। এই অ্যালবামের মাধ্যমে বিরতির পর গীতিকার ও প্রযোজক পরিচয়ে পাওয়া যাবে লোপেজকে।

২০০১ সালের ডিসেম্বরে একটি সিনেমার শুটিং সেটে বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের পরিচয়। ছবিটি বক্স অফিসে ডাহা ফ্লপ করলেও বেন ও জেলোর প্রেম জমে ওঠে। তখন হলিউডে অন্যতম আলোচনার বিষয় ছিল তাঁদের প্রেম। ২০০২ সালের নভেম্বরে বাগদানের পর ছিল কেবল বিয়ের অপেক্ষা। কিন্তু সবাইকে অবাক করে বিয়ে স্থগিত করেন দুই তারকা। ২০০৪ সালের জানুয়ারিতে জানা যায়, বাগদান ভেঙে গেছে তাঁদের।

২০২১ সালের এপ্রিলে গুজব রটে, পুরোনো প্রেমিকা জেনিফার লোপেজের কাছে ফের ফিরেছেন বেন। জুলাইয়ে নিজেই প্রেমের খবর নিশ্চিত করেন লোপেজ। চলতি বছরের এপ্রিলে প্রথম বাগদান ভাঙার ২০ বছর পর বেনের সঙ্গে দ্বিতীয়বারের মতো বাগদানের ঘোষণা দেন লোপেজ। গত জুলাইয়ে তাঁদের বিয়ে হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত