জামালপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভেঙে শ্রমিক নিহত
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৫১ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৩:২৫
জামালপুরের ইসলামপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভেঙে হামিদুর রহমান (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার তেঘুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হামিদুর রহমান উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মালপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তেঘুরিয়া গ্রামের কাউসারের বাড়িতে একটি ভবন কাজ করছিলেন হামিদুর। মঙ্গলবার বিকেলে কাজ করার সময় নির্মাণাধীন ভবনের একটি পিলার ভেঙে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামিদুর রহমান এক ছেলে ও এক মেয়ের জনক।
নিহতের চাচা ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আফছার সরদার বলেন, হামিদুর দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে ভবনের কাজ করছিলেন। আজ বিকালে ভবনের একটি পিলার ভেঙে ঘটনাস্থলেই মারা যান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত