জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা বৃহস্পতিবার
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৮ | আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের ইশতেহার প্রস্তুত করেছে জাতীয় পার্টি। আগামীকাল বৃহস্পতিবার এই ইশতেহার ঘোষণা করবে তারা। বুধবার (২০ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে দ্বাদশ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। ইশতেহারে প্রাধান্য দেয়া হয়েছে দুর্নীতি বন্ধের বিষয়টি। উপজেলায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ক্ষমতায় গেলে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে চায় তারা।অনুষ্ঠানে জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।
নানা নাটকীয়তার পর গত ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা দেয়। এবার দলটি এককভাবে ২৮৭টি আসনে প্রার্থী দিলেও ২৬টি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে। তবে এর মধ্যে প্রায় ১৬টি আসনে আওয়ামী লীগের শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী থাকায় লাঙ্গল প্রতীকে বিজয়ী হয়ে আসা কঠিন হবে বলে মনে করা হচ্ছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত