ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর জন্য গান গাইতে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছেন তাসরিফ খান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০১ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:১২

ব্লাড ক্যান্সারে (নন-হজ্জকিন লিম্ফোমা) ক্যান্সারে আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জহির উদ্দিন শাখাওয়াতের চিকিৎসার অর্থ সংগ্রহের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ে গান গাইবেন তাসরিফ খান ও তার ব্যান্ডদল কুঁড়েঘরসহ আরও কিছু ব্যান্ডদল ।

আগামী ২৮ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে কুঁড়েঘর, মেট্রোলাইফ, গল্প, ওডিডি সিগনেচার, প্রতিবিম্ব, মনের মানুষ চান্দেরগাড়িসহ জনপ্রিয় ব্যান্ডদলগুলো কনসার্টে অংশ নেবে।

আয়োজকদের হয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার শাওন বলেন, জহির ভাইয়ের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। এ কথা ভেবে আমরা উদ্যোগ নিয়েছি। তাসরিফ ভাই সাড়া দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কনসার্টের টিকিট ১০০ টাকা ও বহিরাগতদের জন্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠান টি আয়োজন করছে কুমিল্লা  ছাত্রকল্যাণ সংসদ।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত