ছোট স্ত্রীর বাড়িতে স্থায়ীভাবে থাকতে না চাওয়ায় স্বামীকে পিটিয়ে আহত  

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ১৯:২৬ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ১৮:৩১

বড় স্ত্রীর কাছে নয় ছোট স্ত্রীর কাছে স্থায়ীভাবে থাকতে হবে এমন আবদারে অটোচালক স্বামী অস্বীকৃতি জানালে ছোট স্ত্রী সালমা বেগমের ভাই ও চাচারা মিলে অটোচালক শফিকুল ইসলাম (৫৫) কে বেধড়ক পিটিয়েছে। পরে আহত শফিকুল ইসলাম কে বড় স্ত্রীর স্বজনরা উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। 

পারিবারিক সূত্রে জানাগেছে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা চওড়াপাড়া গ্রামের বাসিন্দা ফজর আলী মাষ্টারের পুত্র অটোচালক শফিকুল ইসলাম তিস্তা পাঙ্গাটারী গ্রামের মফিজ উদ্দিনের কন্যা সালমা বেগম কে দ্বিতীয় স্ত্রী হিসেবে ৬ বছর আগে বিয়ে করে। তার ঘরে দুটি সস্তান রয়েছে। দুই স্ত্রী কে নিয়ে একই বাড়ীতে সুখে বসবাস করলেও হঠাৎ করে ছোট স্ত্রী সালমা বেগম বাবার বাড়িতে গিয়ে অবস্থান নেয় এবং তার স্বামী কে প্রস্তাব দেয় যে তার কাছেই থাকতে হবে নতুবা তাকে ৪ লাখ টাকা দিয়ে ছেড়ে দিতে হবে। এ প্রস্তাবে স্বামী শফিকুল ইসলাম রাজী না হলে অটোচালক শফিকুল ইসলাম জীবনের নিরাপত্তা হীনতায় ভূগছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত