ছাত্রকে ধর্ষণের মামলায় মাদ্রাসার অধ্যক্ষসহ চার শিক্ষক গ্রেপ্তার
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৯ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩২
গাজীপুরের ডেগেরচালা এলাকায় শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান ওরফে শান্ত ইসলাম (২২) নামে এক মাদ্রাসা-শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগ আরও তিন মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শান্ত ইসলাম স্থানীয় মঈনুল ইসলাম হামীয়ুস সুন্নাহ মাদ্রাসার আবাসিক শিক্ষক।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়ন জানান, গত ৮ সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটায় শান্ত ইসলাম এক ছাত্রকে বিস্কুটের লোভ দেখিয়ে তার বিছানায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি তার বাবাকে বিষয়টি জানালে মাদ্রাসার প্রিন্সিপালসহ অন্য দুই শিক্ষককে জানান। তবে মাদ্রাসার শিক্ষকরা বিষয়টি সমাধান করবেন বলে শিশুটির বাবাকে মিথ্যা আশ্বাস দিয়ে কৌশলে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গত সোমবার শিশুটির বাবা আবারও শিক্ষকদের বিষয়টি জানালে পরীক্ষা শেষ হলে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান। কোন প্রতিকার না পেয়ে ঘটনাটি পুলিশকে অবহিত করেন শিশুটির বাবা। পরে পুলিশ খবর পেয়ে ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে আটক করতে গেলে মাদ্রাসার প্রিন্সিপালসহ অন্য দুই শিক্ষক পুলিশের কাজে বাধা দেয়। পরে গতকাল মঙ্গলবার রাতে গাছা থানায় মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষক শান্তসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত