চৌমুহনী বাজারের আগুনে ব্যবসায়ীর মৃত্যু, আহত ১২
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৯:২৬ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ০৯:৫২
প্রায় ৬ ঘণ্টা পর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট।
আজ শুক্রবার ভোররাত সাড়ে ১২টার দিকে চৌমুহনীর ব্যাংক রোডে ইসলাম মার্কেট, হক মার্কেট ও রেল স্টেশন মার্কেটে আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী থেকে দমকল বাহিনীর ৯টি ইউনিট প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারের স্টেশন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শতাধিক দোকান পুড়ে গেছে।
ব্যবসায়ী মিজানুর রহমান জানান, আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানের ব্যবসায়ী ও কর্মচারীসহ ১২ জন আহত হয়েছেন। তাদের ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, 'আগুনের সংবাদ পেয়ে চৌমুহনীর হোসেন মার্কেটের কাপড় ব্যবসায়ী রিংকু (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দমকল বাহিনীর ৯ ইউনিট প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।'
আগুনের সংবাদ পেয়ে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঘটনাস্থলে যান। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা নতুন পণ্য দোকানে তুলেছিলেন। তাই, ক্ষতির পরিমাণ কয়েক শ কোটি টাকারও বেশি হতে পারে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ ও নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ডেইলি স্টারকে জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।
দমকল বাহিনীর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক জসিমউদদীন মজুমদার বলেন, 'গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী রেললাইনের পাশের মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর ৯টি ইউনিট ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।'
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত