চিতলমারীতে সরকারি রাস্তা দখল করে ইমারত নির্মাণের অভিযোগ
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২২, ১০:১৭ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ১৬:০৮
বাগেরহাটের চিতলমারী উপজেলার ব্রহ্মগাতী গ্রামে সরকারি রাস্তা দখল করে ইমারত নির্মাণের অভিযোগ উঠেছে। সরকারি সম্পদ রক্ষা ও দখল ঠেকাতে গ্রামবাসিরা মাহিনুল কাজী নামে এক ব্যাক্তির বিরুদ্ধে সহকারি কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ করেছেন। সহকারি কমিশনারের (ভূমি) বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গুরুপদ ও বৈরাগী ও ব্রহ্মগাতি গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ ইলিয়াস আলী জানান, ব্রহ্মগাতি গ্রামের ২৬ নং রাস্তাটি দিয়ে গ্রামবাসিরা যাতায়েত করে। ওই গ্রামের মাহিনুল কাজী রাস্তাটির পাশে দখল করে পাঁকা ইমারত নির্মান করছেন। তাঁরাসহ গ্রামবাসিরা সরকারি সম্পদ রক্ষা ও দখল ঠেকাতে তার বিরুদ্ধে সহকারি কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ করেছেন।
মাহিনুল কাজীর স্ত্রী নাহিদা সুলতানা সরকারি রাস্তা দখলের অভিযোগ অস্বীকার করে জানান, তাঁর স্বামী চাকুরী করেন। তিনি বাড়িতে নেই। ওই জায়গা তাঁরা ক্রয় করেছেন।
চিতলমারী সহকারি কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ব্রহ্মগাতি গ্রামের ২৬ নং রাস্তাটির ব্যাপারে গ্রামবাসির করা একটি অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত