চায়ের আড্ডা থেকে ব্যান্ড দল 'নিরয়'
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ১৬:১৯ | আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৩:১৬
চায়ের আড্ডা থেকে পপ ব্যান্ড, ঠিক তাই। কয়েকজন সংগীতপ্রেমী একত্র হলেই একটি ব্যান্ড গঠন সম্ভব। কোন সাধারণ দিনে চায়ের আড্ডা থেক জন্ম নিল ব্যান্ড দল 'নিরয়'। ইসমাইল, আনাস, হামজা এবং সাফি এরা ক'জন তরুণ মিলে সৃষ্টি করে ব্যান্ড। ব্যান্ডের জন্য প্রয়োজন ভোকাল, গিটার, কীবোর্ড, ড্রাম এবং একটি স্টুডিও। বাদ্যযন্ত্র কোনমতে যোগাড় করতে পারলেও স্টুডিও নেই এই দলের। কোন একজনের বাসায় তারা তৈরি করে তাদের প্রথম মৌলিক গান 'আমার সুহাসিনি'। লিরিক এবং কন্ঠে ছিলেন ইসমাইল খলিল, ইন্সট্রুমেন্ট ও রচনায় আনাস শেখ।
তাছাড়া দেশের বিভিন্ন স্থানে তাদের গানের প্রদর্শনী করে থাকে নিরয়। আজ নিরয় ছোট একটি ব্যান্ড, হয়তো ভবিষ্যতে দেশের বিখ্যাত ব্যান্ডের পাশে নাম থাকবে নিরয় এর। আজ বিখ্যাত ব্যান্ডগুলো একসময় ছোট থেকেই শুরু করেছিল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত