চাপ কমেছে শিমুলিয়া ঘাটে 

  লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ২ আগস্ট ২০২১, ১৩:১২ |  আপডেট  : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮

রপ্তানিমুখী গার্মেন্টসহ  শিল্পকারখানা খোলার ঘোষণায় শ্রমিকদের কারখানায় পৌঁছাতে গত দুদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে শিমুলিয়া ঘাটে প্রচণ্ড চাপ ছিল। কিন্তু গত দুদিনের উল্টো চিত্র আজ শিমুলিয়ায়। 

প্রায় শতভাগ শ্রমিক কারখানায় ফিরে গেছেন বলে মনে করা হচ্ছে। ঘাটে আজ সোমবার সেই চাপ অনেকটা উধাও। শনিবার রাত থেকে লঞ্চ চলাচল করায় ফেরিতে যাত্রীর চাপ অর্ধেকে নেমে এসেছে। 

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট শাখার টার্মিনাল সুপারিন্টেন্ডেন্ট কাজী মফিজুল ইসলাম বলেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আজ যাত্রী ও যানবাহনের চাপ অনেক কম। ৯টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটে এখন ছোট-বড় জরুরি পরিষেবা ও পণ্যবাহী শতাধিক যানবাহন পদ্মা পাড়ি দেওয়ার অপেক্ষায় রয়েছে। 

এ নৌরুটের লঞ্চ মালিক সমিতির সমিতির সহসভাপতি ইকবাল হোসেন খান জানান, ৮৭ টি লঞ্চের মধ্যে ৩০টি চলাচল করছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাবে। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। লঞ্চ কম চলাচল করায় বিআইডব্লিউটিএ শিথিল ভাব দেখাচ্ছে বলে দাবি স্থানীয়দের। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত