চাঁদপুরে বাজারে আগুন, পুড়ল ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১৪:০১ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৩

প্রতিকী ছবি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে আগুনে পুড়ে গেছে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান। মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।

শাহরাস্তি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঠাকুর বাজারের বিসমিল্লাহ সুতাঘর, অনিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অনিল টি স্টল, টিপটপ লন্ড্রি, বিসমিল্লাহ আলু আড়ত, পরেশ স্টোর, আক্তার স্টোরসহ ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান আগুন লেগে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর বেশির ভাগ হচ্ছে ব্যবসায়ীদের গুদাম।

চাঁদপুর জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, আজ ভোর সাড়ে ৪টার দিকে একটি চা দোকানের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দিয়েই আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রায় ১৪ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে প্রায় ১৪টি প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত