চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাগর হুদা

  বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ১১:৫৮ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৮:১৭

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাগর হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে স্ট্রোক করেছিলেন সাগর হুদা।

বুধবার (৩১ আগস্ট) অভিনেতা সাগর হুদার মৃত্যুর বিষয়টি ফেসবুকে তুলে ধরে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ জানান, “সাগর ভাই আল্লাহর কাছে চলে গেলেন। আমি বোঝাতে পারব না আমার ঠিক কেমন বুক ফাটা কষ্ট হচ্ছে। উনি শুধুই একজন ভালো অভিনেতা ছিলেন না, ছিলেন একজন পরম পরোপকারী শুদ্ধ মনের ভালো মানুষ। আমার ভাই সাগর ভাই আপনি আল্লাহর কাছে থাকুন কিছুদিন। আমিও আসছি ভাই।”

সাগর হুদা নিয়মিত নাটকে কাজ করতেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপার ম্যান’, ‘শুক্রবার’, ‘আক্কেল সেলামি’।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত