চলন্ত সিঁড়িতে দুর্ঘটনায় আহত তাসনিয়া ফারিণ
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২২, ১১:১১ | আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২
শুক্রবার রাতে রাজধানীর একটি বিপণিবিতানের চলন্ত সিঁড়িতে দুর্ঘটনায় আহত অভিনেত্রী তাসনিয়া ফারিণ এখন শঙ্কামুক্ত। তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক তাঁকে পাঁচ দিন পরিপূর্ণ বিছানায় বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সঙ্গে প্রয়োজনীয় ওষুধ। আজ শনিবার সন্ধ্যায় তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে সেদিনের পুরো বিষয় তুলে ধরে একটি লম্বা স্ট্যাটাস দিয়েছেন।
বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন, কিন্তু মানসিকভাবে সুস্থ নেই জানিয়ে স্ট্যাটাসের একাংশে ফারিণ লিখেছেন, ‘আমি এখন শারীরিকভাবে সুস্থ আছি। কিন্তু মানসিকভাবে ভালো নাই। ডক্টর পাঁচ দিন বেডরেস্ট আর অ্যান্টিবায়োটিক দিয়েছে। হাড়ে ইনজুরি হয়নি। তবে বসতে পারছি না। ডান দিকে কাত হয়ে শুতে হচ্ছে। তবে মানসিক এই ট্রমা আদৌ কোনো দিন কাটবে কি না জানি না। সবচেয়ে বেশি ফিল হচ্ছে হতাশা।’
বিষয়টি নিয়ে মানসিক হতাশার কথার উল্লেখ করে আরেক অংশে লিখেছেন, ‘আমার সারা রাত ঘুম হয়নি। মেন্টালি ট্রমাটাইজড। ওই সময় যদি আমাকে আমার ভাই পেছন থেকে টান দিয়ে না সরাত বা আমার বাবা যদি আমাদের দুজনকে ধাক্কা দিয়ে ফেলে না দিতেন, আমি জানি না আজকে এই স্ট্যাটাস লেখার জন্য আমি বেঁচে থাকতাম কি না। হয়তো থাকতাম, তবে আমার পা থাকত না সে পরিস্থিতির ভয়াবহতা হয়তো লিখে বা বলে বোঝানো সম্ভব না। ঘটনার পরপরই আমি নিচে নেমে দাঁড়ানোর কয়েক সেকেন্ডের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলি।’
সেদিনের তাঁর আহত হওয়ার ১৫ মিনিট আগে একই সিঁড়িতে আরেকজন আহত হওয়ার কথা উল্লেখ করে ফারিণ বলেছেন, এটি কোনো দুর্ঘটনা নয়। তিনি লিখেছেন, ‘আমার এই ঘটনাকে আমি অ্যাক্সিডেন্টে মানতে নারাজ। কারণ, আমার এই ঘটনা ঘটার কমপক্ষে পনেরো মিনিট আগে আরেক ব্যক্তির সঙ্গে একই ঘটনা ঘটে। তাঁর পায়ের মাংস ভেদ করে ওই পাতের কোনা ঢুকে যায়। উনি নিজে অনেকক্ষণ দাঁড়িয়ে লোকজনকে নাকি সাবধান করছিলেন এবং দায়িত্ববান কাউকে খুঁজছিলেন। শেষে কাউকে না পেয়ে হেল্প ডেস্কে যান এবং এর মধ্যে আমার এই ঘটনা ঘটে। আমার চিৎকার-চেঁচামেচিতে ফাইনালি একজন স্টাফ আসে এবং অনেকবার বলার পর ম্যানেজার কল করেন। ততক্ষণে প্রচুর মানুষ জড়ো হয়ে যাচ্ছে আর ব্যথার চেয়ে বেশি ফিল হচ্ছিল হিউমিলিয়েশন।’ এই বিপণিবিতানের বিরুদ্ধে অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে জানান, সেখানে কোনো ধরনের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল না।
এরপর হাসপাতালে যাওয়ার বাজে অভিজ্ঞতাও শেয়ার করেন ফারিণ। কাছাকাছি একটি হাসপাতালের জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা নেন। সে সময় বিপণিবিতানের এক কর্মকর্তা হাসপাতাল পর্যন্ত যান। বিলের প্রসঙ্গ আসতে ওই ব্যক্তি ‘আমি কেন দেব’ বলে এড়িয়ে যান। ফারিণ তাঁর ফেসবুক পেজের অনুসারীদের উদ্দেশে লেখেন, ‘আর আপনারা লিফট বা এস্কেলেটর, যা-ই ব্যবহার করেন না কেন, নিজের সাবধানতা অবলম্বন করবেন।’
তাসনিয়া ফারিণ এ সময়ের আলোচিত অভিনেত্রীদের একজন। ১৫ ডিসেম্বর মুক্তি পাবে তাঁর আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’-এর দ্বিতীয় কিস্তি। চলতি মাসেই ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তাঁর; কিন্তু ছবিটির মুক্তি পিছিয়ে গেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত