ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে ঈশ্বরদীর জনজীবন
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৩, ১৩:৫২ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৯:৩৩
হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে ঈশ্বরদীর জনজীবন। ভোর থেকেই বৃষ্টির মতো টিপটিপ করে ঝরছে কুয়াশা। দুপুর ১২টায়ও সূর্যের দেখা মিলছে না। এতে চরম দুভোর্গে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষরা। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে ঘন কুয়াশায় সড়কগুলোয় যানবাহন চালাতে গিয়ে বিপাকে পড়েন চালকরা। দুর্ঘটনা এড়াতে যানচালকদের হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে দেখা যায়।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় ঈশ্বরদীর তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে আজ তাপমাত্রা দুই ডিগ্রি বেশি থাকলেও হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত