গয়েশ্বরের বিয়াই নিতাই রায়কে এবার বেড়ে খাওয়ালেন ডিবির হারুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ১৮:১৮ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৪:৪০

ফাইল ছবি

এবার গয়েশ্বর চন্দ্র রায়ের বিয়াই বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে আপ্যায়ন করিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে মধ্যাহ্ন ভোজ করেন বিএনপির এই নেতা।

সূত্র জানায়, নিতাই রায় চৌধুরী ব্যক্তিগত কাজে মঙ্গলবার দুপুরে ডিবি অফিসে হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন। সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন তিনি। পরে তারা দুজনে একসঙ্গে দুপুরের খাবার খান।

জানা গেছে, খাবার মেন্যুতে ছিল মাছ, মাংস ও ভাত। পাশাপাশি ফলও ছিল। ডিবিপ্রধান হারুন নিজে বেড়ে বিএনপি নেতা নিতাই রায়কে খাইয়েছেন।

এর আগে গত ২৯ জুলাই ডিবি কার্যালয়ে একইভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরকে আপ্যায়ন করেন হারুন। খাবার মেন্যুতে ছিল বিভিন্ন পদের ফলের পাশাপাশি ভাত, মাছ ও মাংস।

উল্লেখ্য, নিতাই রায় চৌধুরী গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায়ের বাবা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত