গাবতলী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এমপি নাননুর মতবিনিময়
প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ১১:১৫ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৪২
গতকাল শুক্রবার বগুড়ার গাবতলী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য অধ্যপক ডা: মোস্তফা আলম নাননুর এক মতবিনিময় সভা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির হাসানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রায়হান রানা ও রেজাউল বারী, বর্তমান সহ-সভাপতি আবু মুসা, সাংগঠনিক সম্পাদক আমিনুল আকন্দ, কোষাধ্যক্ষ ওয়ায়েজ রেজা, প্রতিষ্ঠাতা সদস্য মনিরুল ইসলাম মিলন, ইসলাম রফিক, নির্বাহী সদস্য আল আমিন মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক আরিফুর রহমান বয়েল, দপ্তর সম্পাদক আতোয়ার রহমান বিপ্লব, নির্বাহী সদস্য নজরুল ইসলাম, ছামিউল ইসলাম শামীম, তোহাব রহমান, নাছের মাহমুদ মানিক , সাংবাদিক রিয়াজ মাহমুদ, রিপন, শ্যামল সরকার প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত