গাবতলীতে ৩৫ পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর

  আল আমিন মন্ডল (বগুড়া) ঃ

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ২০:৪৩ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০৮:০১

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে ৩য় পর্যায়ের ২ শতক জমিসহ গৃহ প্রদান উপলক্ষে ২৬ এপ্রিল মঙ্গলবার বগুড়ার গাবতলী মুক্তিযোদ্ধা স্কুল এন্ড কলেজে ভুমিহীনদের মাঝে জমি ও গৃহের স্বারক ফাইল হস্তান্তর করেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক [রাজস্ব] উজ্জল কুমার ঘোষ।

এ উপলক্ষে এক আলোচনা সভা গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, সহকারি কমিশনার (ভুমি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ [ওসি] সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিমউদ্দীন খাজা, উপজেলা পরিষদের ভাইস  চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, সমাজসেবা কর্মকর্ত আব্দুল হান্নান সরকার, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ গোপেস চন্দ্র সরকার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদ, উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমীন’সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা শেষে প্রধান অতিথি সুবিধা ভোগীদের হাতে ঘরের কাগজপত্র তুলে দেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত