গাবতলীতে মৎস্য খাদ্য ও এ্যারোটর মেশিন বিতরণ
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ১০:৫০ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৪:৫৫
বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ২২জন সিআইজি সমিতির সদস্যদের মাঝে মৎস্যখাদ্য ও গোয়ালপাড়া এনএটিপি মৎস্যচাষীদলের ১২জন সদস্যদের মাঝে ১২টি এ্যায়ারেটর মেশিন আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে ওই মৎস্যখাদ্য ও এ্যারোটর মেশিন বিতরণ করেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রওনক জাহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির আহমেদ, উপজেলা মৎস্য অফিসার আরিফ আহমেদ, ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, ইউনুছ ফকির, মজিবুর রহমান আলতাব আলী, শহিদুল ইসলাম বাবু, আব্দুল রশিদ মোল্লা, ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ, প্রকল্প ক্ষেত্র সহকারী বিতারুল ইসলাম প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত