গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুর খবরে অঝোরে কান্নায় ভেঙে পড়েন শাবানা
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২২, ১০:১৬ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৮:২৩
ঢালিউডের বিউটিকুইন খ্যাত কিংবদন্তি অভিনেত্রী শাবানার মন ভালো নেই। সুদূর যুক্তরাষ্ট্রে প্রবাসী শাবানা উদ্বিগ্ন হয়ে ওঠেন যখন জানতে পারেন চলচ্চিত্র জগতের নক্ষত্ররা একে একে ঝরে পড়ছেন।
সম্প্রতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার প্রয়াত হলে তিনি অঝোরে কান্নায় ভেঙে পড়েন।
মুঠোফোনে কান্না বিজড়িত কণ্ঠে বলেন, গাজী ভাইয়ের মতো সৃষ্টিশীল মানুষ হলেন ক্ষণজন্মা। তার মতো মানুষের শূন্যস্থান কখনো পূরণ হওয়ার নয়। এই শিল্পকে ভালোবেসে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে তিনি একসময় কিংবদন্তি হয়ে ওঠেন। কীভাবে শূন্য থেকে পূর্ণ হওয়া যায়, পরিশ্রম দিয়ে কীভাবে সাংস্কৃতিক জগৎকে পূর্ণতা দেওয়া যায় তা গাজী ভাইয়ের কাছ থেকেই শেখার আছে।
নতুন প্রজন্মের যারা এই অঙ্গনে আসছেন তাদের কাছে অনুরোধ, তোমরা গাজী ভাইয়ের ত্যাগের পথ অনুসরণ করে এগিয়ে যাও তবেই সাফল্য পাবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত