গাজায় সাময়িক যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদন  

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১০:১৯ |  আপডেট  : ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২৬

গাজায় সাময়িক যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে চারদিনের এই যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দেয় ইসরায়েল সরকার।

বিষয়টি নিয়ে ইসরায়েল এরই মধ্যে একটি বিবৃতি দিয়েছে। এবার বিবৃতি দিল গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধী গোষ্ঠী হামাসও। হামাস বিবৃতিতে জানায়, ইসরায়েলের কারাগারে আটক ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুর বিনিময়ে ৫০ জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

একই সঙ্গে এই চুক্তির আওতায় মানবিক সহায়তা, চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ এবং জ্বালানি বহনকারী শত শত ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল।

হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল বলেছে যে যুদ্ধ বিরতির সময় তারা গাজায় কারো ওপর আক্রমণ বা গ্রেফতার করবে না। সেই সঙ্গে চার দিনের এই বিরতির সময় দক্ষিণ গাজায় বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আর উত্তর গাজায় প্রতিদিন ছয় ঘণ্টার জন্য, স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনে ছয় বিমান চলাচল বন্ধ থামবে।এছাড়াও সালাহ আল-দ্বীন স্ট্রিটে মানুষের অবাধ চলাচল নিশ্চিত করা হবে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত