গাজায় জাতিসংঘের স্কুলে হামলায় ২৭ জন নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ১১:০৮ |  আপডেট  : ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৩৩

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলার ঘটনা ঘটেছে। হামাসের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, এতে অন্তত ২৭ জন নিহত হয়েছে। আজ শুক্রবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

তবে বিবিসির পক্ষ থেকে নিরপেক্ষভাবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। স্কুলটি এই নিয়ে দ্বিতীয়বারের মতো হামলার শিকার হলো। এর আগে গত ২ নভেম্বরে স্কুলটিতে হামলা চালানো হয়। 

যদিও আর কয়েক ঘণ্টার মধ্যেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে। তার আগেই এ হামলা হলো। তবে ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতির পর তারা হামাসকে নিমূর্ল না করা পর্যন্ত অভিযান চালাবে। 

গাজার স্থানীয় সময় আজ সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হচ্ছে। এদিন বিকেলে ১৩ জন জিম্মিকে মুক্তি দিবে হামাস। চারদিন ব্যাপী যুদ্ধবিরতিতে মোটে ৫০জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। 


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত