গাজার মসজিদে ইসরায়েলি হামলায় নিহত ২১
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৪, ১২:০৪ | আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৩:৫৮
এবার গাজার একটি মসজিদে বিমান হামলা চালালো ইসরায়েলি বাহিনী। এতে ২১ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত অনেকেই। হতাহতের সংক্যা বাড়তে পারে। রবিবার (৬ অক্টোবর) সকালে মধ্য গাজার দেইর-এল-বালাহ এলাকার আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে সাহদা আল-আকসা মসজিদে বিমান হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ইসরায়েলি হামলায় ঘরবাড়ি হারানো বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ওই মসজিদটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতো হামাস। যদিও এ দাবির পক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি তারা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি বাহিনী বলেছে, হামাসের বিরুদ্ধে নির্ভুল আক্রমণ চালিয়েছে তারা। সাহদা আল-আকসা মসজিদটিকে হামাস ‘কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স’ হিসেবে ব্যবহার করছিল।
ইসরায়েল-হামাস রক্তক্ষয়ী যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল সোমবার। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। এর জেরে গাজায় এখনও ইসরায়েলি অভিযান চলছে। তাদের হামলায় এ পর্যন্ত অন্তত ৪১ হাজার ৮২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৯৬ হাজার ৯১০ জন। যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত