গাংনীতে সড়ক দূর্ঘটনায় একজন নিহত
  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ
                                    
                                    প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১৩:০০ | আপডেট : ৩ নভেম্বর ২০২৫, ১৯:৩৯
                                        
                                    মেহেরপুরের গাংনীতে ট্রলির নিচে চাপা পড়ে জজ কোর্টের বে সহকারী মমিন হোসেনের (৩০) মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ১০ দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চেংগাড়া বাজারের অদুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোমিন হোসেন গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত মারজুল হকের ছেলে। তিনি মেহেরপুর জজ কোর্টের বে সহকারী পদে কর্মরত ছিলেন। এর আগে দৈনিক ভোরের ডাক পত্রিকার গাংনী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন মোমিন হোসেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মোমিন হোসেন মোটরসাইকেল যোগে মেহেরপুর কোর্টে যাওয়ার পথে চেংগাড়া বাজারের অদুরে অপর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায়। পিছনে থাকা আসা একটি ইট বোঝাই ট্রলির নিচে পড়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে আহতবস্থায় উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গাংনী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শারমিন সাইলা বলেন, মোমিন হোসেনকে হাসপাতালে নেওয়ার পূর্বেই মৃত্যু হয়েছে।
- সর্বশেষ খবর
 - সর্বাধিক পঠিত