গাংনীতে ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ১৬:৪৭ |  আপডেট  : ১৮ নভেম্বর ২০২৪, ২২:৫০

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলার গাংনীতে বিবিএল (বামন্দী ব্রিকস) ইটভাটার স্বত্বাধিকারী রাশেদুল ইসলাম সোহাগকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর-ই- আলম সিদ্দিকী। 

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী জানান, ইটভাটায় মাটি বহনকালে রাস্তা নষ্ট ও পথচারীদের ধুলি এবং কাদায় চলাচলে বাধাগ্রস্থ করার কারণের জন্য, ইটভাটা প্রস্তত ও ভাটা নিয়ন্ত্রণ আইনের ২০১৩ এর ৫/১৫(২) ধারা মোতাবেক বিবিএল ইটভাটা স্বত্বাধিকারী রাশেদুল ইসলাম সোহাগকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় গাংনী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত