গজারিয়া উপজেলা বিএনপি'র বিক্ষোভ মিছিল
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ১৯:২২ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৯:০৮
মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলা জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপি।
আজ (বুধবার) সকালে বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরাতন ফেরিঘাটে এলাকায় এই বিক্ষোভ মিছিলে উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকা থেকে শুরু হয়ে পাখির মোড় এলাকা দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশি বাধার কারণে মহাসড়কে উঠতে পারেনি নেতাকর্মীরা। পরে তেতৈতলা বাজার ঘুরে বোরহান উদ্দিন ভূঁইয়ার বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সদস্য সচিব আব্দুর রহমান সফিক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম মাসুম, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ভূঁইয়া, গজারিয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মকবুল আহমেদ রতন, বিএনপি আব্বার সদস্য রনি মাস্টার, হেলাল উদ্দিন ভূঁইয়া, গজারিয়া থানা বিএনপি'র আহ্বায়ক সদস্য মো: জাহিদ হোসেন থানা বিএনপির সদস্য হারুন রশিদ সদস্য সচি গজারিয়া উপজেলা শ্রমিক দল তোফাজ্জল হোসেন গজারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাদী ইসলাম বাবু প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত