খুলনায় বিএনপির গণসমাবেশ সফল করতে বাগেরহাটে লিফলেট বিতরণ
প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ১৩:৩৮ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৬:২২
আগামী ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে বাগেরহাট জেলা বিএনপির নেতাকর্মীরা। এরই অংশ হিসাবে প্রস্তুতি সভা ও লিফলেট বিতারণ করেছে বাগেরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ। বুধবার বিকালে বাগেরহাট জেলা বিএনপির সরুইস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এসময় সভা শেষে বিএনপির খুলনা বিভাগীয় গনসমাবেশ সফল করতে শহরের পুরাতন বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতারন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম।
এসময় এসএ সালাম বলেন, দুইদিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্তই বলে দেয় বিএনপির পক্ষে সাধারণ মানুষের যে গনজোয়ার সৃষ্টি হয়েছে তাতে আওয়ামী লীগ ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছে। কিন্তু কোনো বাধাতেই আমাদের কর্মীদের দমিয়ে রাখা যাবে না। খুলনা শহরের দূরত্ব বাগেরহাট শহর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার। প্রয়োজনে এই পথ আমাদের নেতা-কর্মীরা পায়ে হেটে যাবে। তারপরও বাগেরহাটে বিএনপির নেতাকর্মীরা কোন অবস্থাতেই ঘরে বসে থাকবো না। সমাবেশকে সফল করতে বাগেরহাট থেকে অন্তত ২০ হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, হাদিউজ্জামান হিরো, শ্রমিকদলের সভাপতি সরদার আতিয়ার রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি নজিমুল হুদা, যুবদলের সাবেক সাধারন সম্পাদক আয়ুব আলী মোল্লা বাব, সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান শান্ত, জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাফু দৌলা জুয়েল, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, জেলা মৎসজিবী দলের সভাপতি এ্যাডভোকেট শহিদুল ইসলাম, জেলা জাসাসের আহবায়ক সাংবাদিক কারুজ্জামান, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আলী সাদ্দাম দীপ প্রমুখ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত