খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ১২:৫১ |  আপডেট  : ৯ এপ্রিল ২০২৫, ২১:৫৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহসহ ১১টি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। এসব মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কে এম ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সোমবার মামলাগুলোর অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু অধিকাংশ মামলা উচ্চ আদালতে স্থগিত থাকায় শুনানি পেছানোর আবেদন করেন খালেদার আইনজীবীরা। এরপর বিচারক আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার নাশকতার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা। ২০১৭ সালের ২৫ জানুয়ারি মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে রাষ্ট্রদ্রোহের একটি মামলা করা হয়।

২০১৫ সালে নাশকতার ঘটনায় যাত্রাবাড়ী থানায় দুটি মামলা করে পুলিশ। ওই বছরেই দারুসসালাম থানায় নাশকতার আরও আটটি মামলা করা হয়। এসব মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের আসামি করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত