কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পর্যটকদের নিরাপদ স্থানে সরে যাবার নির্দেশ
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৮ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৮:০৮
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে থাকা পর্যটকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ। তবে অনেক পর্যটক বৃষ্টিতে বের না হতে পেরে হোটেলেই অবস্থান করছেন। কুয়াকাটা জোনের ট্যুরিস্ট পুলিশ টিম ঝুকিপূর্ণ পয়েন্টগুলোতের টহলে রয়েছে।
জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, সকাল থেকে আগামী ৭২ ঘণ্টা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর সতর্কতা দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত