কুষ্টিয়ায় সড়কে প্রাণ গেল তিনজনের

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৮ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০১:২৪

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৭ জন। সোমবার ভোরে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশিধরপুর এলাকার সানু প্রামাণিকের ছেলে আজিল প্রামাণিক, মৃত বারি সর্দারের ছেলে ইনতা সর্দার ও গাফফার। তারা ট্রাকে করে পেঁয়াজের বীজ কিনতে যাচ্ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী। তিনি বলেন, কুষ্টিয়া সদর উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় নসিমন, ট্রাক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ট্রাকের তিনজন যাত্রী নিহত হয়েছেন। তারা কুষ্টিয়ার দৌলতপুর থেকে রাজবাড়ীতে পেঁয়াজের বীজ কিনতে যাচ্ছিলেন। ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয় কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বখতিয়ার হোসেন জানান, ভোরে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে সড়ক দুর্ঘটনার সংবাদে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ ও আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত