কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়ায় ফোর লেনসহ ৮৭৩৯ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৬ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ফোর লেন নির্মাণসহ ছয়টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি [একনেক]। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ৮ হাজার ৭৪৯ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হবে। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হবে ৫ হাজার ৯২৯ কোটি টাকা। বাকি ২ হাজার ৮১০ কোটি ৬৪ লাখ আসবে বৈদেশিক ঋণ থেকে।

মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভাশেষ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বৈঠকের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

জানা গেছে, সভায় গুরুত্বপূর্ণ হিসেবে ‘কুমিল্লা [ময়নামতি]-ব্রাহ্মণবাড়িয়া [ধরখার] জাতীয় মহাসড়ককে (এন-১০২) চার লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’ প্রকল্পটি অনুমোদনের জন্য তোলা হয়। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৭ হাজার ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪ হাজার ৩৭৮ কোটি টাকা এবং ভারতীয় ঋণ থেকে ২ হাজার ৮১০ কোটি টাকা পাওয়া যাবে। প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে জুন ২০২৬ সালে বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদফতর। প্রকল্পটি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বুড়িচং, দেবিদ্বার, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া, কসবা ও আখাউড়া উপজেলায় বাস্তবায়ন করা হবে।

সভায় অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে আরও রয়েছে বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের [এন-৮০৯] বরিশাল [চরকাউয়া] থেকে ভোলা [ইলিশা ফেনিঘাট] হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (১ম সংশোধিত)’। এতে ব্যয় হবে ১৮৯ কোটি ৭৮ লাখ টাকা।

‘চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ্-আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ [১ম সংশোধিত]’ প্রকল্প ব্যয় হবে ১০৪৮ কোটি ৭৮ লাখ টাকা, ‘ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস [ইনমাস] মিটফোর্ড, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল ও বগুড়া-এর সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পে ব্যয় হবে ২১৪ কোটি ৭৯ লাখ টাকা, মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ’ প্রকল্পে ব্যয় হবে ৯৮ কোটি ৩৪ লাখ টাকা এবং ‘আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ নির্মাণ [বাংলাদেশ অংশ]-শীর্ষক প্রকল্পের মেয়াদ ৪র্থ বার বৃদ্ধি’ অনুমোদন দেওয়া হয়েছে।

একনেকে আলোচনার বিষয় তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম আরও কমানোর বিষয়ে আলোচনা চলছে। অক্টোবরের মধ্য মূল্যস্ফীতি কমতে থাকবে বলে জানান তিনি।

গণভবন থেকে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত একনেক সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় খাদ্য চাহিদা মেটাতে আরও বেশি করে ফসল ফলানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে নিজেদের ফসল উৎপাদনের জোর দিতে হবে। দেশের মাটি ও মানুষকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীর হতে হবে।

সরকারপ্রধান বলেন, আমাদের মাটি উর্বর, নিজের ফসল নিজেদেরই বেশি ফলাতে হবে। কারও কাছে আমরা হাত পেতে চলব না।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত