কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন শিবগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ২০:০২ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০০:৪৯

বাংলাদেশ প্রি-ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন বগুড়া শিবগঞ্জ উপজেলা  শাখার আয়োজনে ও   উপজেলা কিন্ডারগার্টেন  এ্যাসোসিয়শনের সভাপতি হুসাইন শরীফ সঞ্চয় এর নেতৃত্বে  সকল পরিচালকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুলাই বৃহস্পতিবার বিকাল এ্যাসোসিয়শনের অস্থায়ী কার্যলয়ে এ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক ও আলোর মেলা আদর্শ স্কুলের পরিচালক দুলালুর রহমান দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর  মহাসচিব রোটাঃ মোস্তাফিজার রহমান। 

এ্যাসোসিয়শনের সাংগঠনিক সম্পাদক ও গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের পরিচালক শাহিনুর ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক গাজিউল ইসলাম, গ্লোবাল মডেল স্কুলের পরিচালক শফিক সরদার, এম,এইচ, মডেল স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম, কিচক আইডিয়াল একাডেমি স্কুলের পরিচালক আলহাজ্ব জিন্দা হাসান, মমতাজুর রহমান আদর্শ কেজি স্কুলের পরিচালক এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন ভরিয়া মাতৃমায়া মডেল স্কুলের পরিচালক শামসুল আলম, নিউ গোল্ডেন স্কুলের পরিচালক তরিকুল ইসলাম,  মাষ্টারমাইন্ড পাবলিক স্কুলের পরিচালক ইফতেখায়রুল ইসলাম,  গাংনগর এম, আর প্রি -ক্যাডেট স্কুলের পরিচালক রমজান আলী, দাড়িদহ আল- কুরআন স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম, মহস্থান আইডিয়াল স্কুলের পরিচালক হেলাল উদ্দিন, গাইড লাইন মডেল কেজি স্কুলের পরিচালক আসাদুজ্জামান প্রমূখ। 

এসময় বক্তারা বলেন সরকারি নির্দেশনা মোতাবেক কিন্ডারগার্টেন বিদ্যালয় গুলো পরিচালনা করা হবে তবে করোনা মহামারি কালে বিদ্যালয় গুলো অর্থনৈতিক ভাবে যে ক্ষতিগ্রস্ত  হয়েছে  সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা এবং প্রধানমন্ত্রীর কাছে বিশেষ প্রণোদনা চেয়ে এবং বিদ্যালয় গুলোর কিছু ক্ষতি পুষিয়ে যেন আবার শিক্ষাঙ্গনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত