কালতিনিতে দুই দিন ব্যপী শিশুমেলা অনুষ্ঠিত
প্রকাশ: ৩০ মে ২০২২, ১৮:৫৮ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪৯
মাদারীপুরের কালতিনিতে দুই দিন ব্যপী শিশুমেলা অনুষ্ঠিত হয়েছে। শিশু ও নারী উন্নয়ন সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায়
শিশুদের জন্য উপযোগী বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে শিশু মেলা ২০২২ এর পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম হয়েছে কালকিনি সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে আলহাজ্ব তৈয়ব আলী একাডেমি এবং তৃতীয় হয়েছে কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে দুইদিন ব্যাপী এই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল সাহা, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম, কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার সহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত