কাউনিয়া পয়েন্টে ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচির সকল প্রস্তুতি সম্পন্ন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৮ | আপডেট : ৪ এপ্রিল ২০২৫, ১০:০৫

জাগো বাহে, তিস্তা বাঁচাই, এই শ্লোগানকে সামনে রেখে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কাউনিয়াসহ তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
সরেজমিনে তিস্তা সেতু পাড়ে গিয়ে তিস্তা বাঁচাও আন্দোলন কমিটির নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। তবে সরকারের পক্ষ থেকে এখনও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে তিস্তা তীরবর্তী কৃষক, মৎস্যজীবী ও সাধারণ মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। তারা জানান এই কর্মসূচিতে তিস্তা পাড়ের হাজারো মানুষ অংশ নিয়ে তারা দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের আহবান জানাবেন। কর্মসূচির অংশ হিসেবে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করা হবে।
কৃষকরা জানান, শুষ্ক মৌসুমে পানির অভাবে চাষাবাদ ব্যাহত হয়, আর বর্ষায় নদী ভাঙ্গনে ফসল ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি। এদিকে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি কতটা প্রভাব ফেলবে, তা এখন সময়ই বলে দেবে। তিস্তা পাড়ের মানুষ এই কর্মসূচির মাধ্যমে সরকার তথা বিশ্ব মোড়লদের দৃষ্টি আকর্ষণ করতে বদ্ধপরিকর।
জাগো বাহে, তিস্তা বাঁচাই, কর্মসূচির কাউনিয়ার সমন্বয়ক বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা এ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লাখ লাখ মানুষ এ কর্মসূচিতে যোগদান করবেন। এ মহা পরিকল্পনা বাস্তবায়ন হলে নদীকে ঘিরে কর্মসংস্থান সৃষ্টি হবে। নদী পাড়ের মানুষের দুঃখ-দুর্দশা দূর হবে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত