কাউনিয়া উপজেলা প্রকৌশল দপ্তরের নিজ উদ্যোগে রাস্তা সংস্কার
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ১৯:১০ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০২:১৪
কাউনিয়া উপজেলার অতি জনগুরুত্বপূর্ন টেপামধুপুর সড়কের বেহাল দশার সৃষ্টি হয়ে মারাত্ব ঝুকির সৃষ্টি করলে অবশেষে উপজেলা প্রকৌশল দপ্তর নিজ উদ্ব্যোগে আরইআরএমপি-৩ এলসিএস মহিলা কর্মী দিয়ে বেহাল রাস্তার সংস্কারের কাজ করে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে কাউনিয়া উপজেলার জনগুরুত্বপূর্ন সড়ক টেপামধুপুর সড়কের নিজদর্পা গ্রামে মামুন কেঁচো সার উৎপাদন কারখানা সংলগ্ন রাস্তাটির তলের মাটি সরে গিয়ে মারাত্বক ঝুঁকির সৃষ্টি হয়েছে। বিষয়টি উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান জেমির দৃষ্টি আকর্শন করলে তিনি নিজ অর্থায়নে প্লাসটিকের বস্তা কিনে আরইআরএমপি-৩ এলসিএস মহিলা কর্মী দিয়ে বেহাল রাস্তার সংস্কারের কাজ করেন। রাস্তাটি সংস্কার করা না হলে একদিকে যেমন সরকার অনেক রাজস্ব ক্ষতি হতো অন্য দিকে যেকোন সময় বড় ধরনের দুর্ঘনা ঘটে যেতো। উপজেলা প্রকৌশল দপ্তর রাস্তাটি সংস্কার করায় এলাকাবাসী, পথচারী ও যানবাহন মালিকরা বেজায় খুশি।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী জানান, কাউনিয়ায় অধিকাংশ রাস্তার সাথে পুকুর ও খাল-বিল থাকায় রাস্তা রক্ষা করা বেশ কষ্টর হয়ে দাড়িয়েছে। সরকারী রাস্তা রক্ষা করতে এলাকার মানুষকে সচেতন হতে হবে, সেই সাথে রাস্তার সাথে কেউ যেন পুকুর খনন না করে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত