পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউটশনস স্কিম এর আতায়

কাউনিয়ায় ৩৮জন শ্রেষ্ট শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৮:১৪ |  আপডেট  : ১৪ অক্টোবর ২০২৫, ২০:২৮

রংপুর জেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় ও কাউনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউটশনস স্কিম (এসইডিপি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শ্রেষ্ট শিক্ষার্থীদের মাঝে বুধবার পুরস্কার বিতরণ করা হয়। 

কাউনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানিয়া আকতার। উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সামছুজ্জামান আজাদ, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম। বক্তব্য রাখেন ধুমের পাড় মাদ্রাসার অধ্যক্ষ আখের আলী, প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, শিক্ষার্থী অভিভাবক কল্পনা আক্তার, শ্রেষ্ট শিক্ষার্থী ইশরাত জাহান, মুজাতুল ইসলাম প্রমূখ। পরে বিভিন্ন শিক্ষা বোর্ডের ৩৮ জন বৃত্তি প্রাপ্ত মেধাবী শ্রেষ্ট শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ পত্র বিতরণ করা হয়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত