কাউনিয়ায় ৩০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর মাঝে অনুদান প্রদান
প্রকাশ: ৭ মার্চ ২০২৪, ১৮:৫৩ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:২০
কাউনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ৩০জন শিক্ষক কর্মচারীর মাঝে বৃহস্পতিবার এককালীন অনুদান প্রদান করা হয়।
এককালীন অনুদান প্রদান উপলক্ষে আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি মুহাঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলী সরকার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল ইসলাম মাস্টার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সেকান্দার আলী, প্রধান শিক্ষক তৈয়বুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাধারন সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক ফাকের আলী প্রমূখ। আলোচনা শেষে নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার কে ক্রেস্ট এবং ৩০জন অবসার প্রাপ্ত শিক্ষক কর্মচারীর মাঝে ২ লাখ ৭৫ হাজার টাকা এককালীন অনুদান প্রদান করা হয়।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত