কাউনিয়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই হচ্ছে গবাদিপশু

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ২৩ মে ২০২২, ১৯:১৮ |  আপডেট  : ১৪ মে ২০২৪, ০৭:০৭

রংপুরের কাউনিয়াতে প্রাণি সম্পদ বিভাগে চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষা এবং তাদের ছাড়পত্র ছাড়াই হারাগাছপৌরসভাসহ উপজেলার সকল হাটবাজারে গবাদিপশু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে। জবাই করা পশুর শরীরে কোনো রোগ-বালাই রয়েছে কিনা এমন কোনো ধারণাও রাখেন না ক্রেতা-বিক্রেতারা। একদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকা, অন্যদিকে জনসচেতনতার অভাবের মধ্যে দিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও পৌর শহরে চলছে পশু জবাইসহ মাংস ক্রয়-বিক্রয়। আইন প্রয়োগের দায়িত্ব প্রাণি স¤পদ ও পৌরসভার হলেও তাদের কোনো তৎপরতা নেই বললেই চলে। এতে প্রতারিত হচ্ছে সাধারণ ক্রেতারা। গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষার কোনো ছাড়পত্র আছে কি নেই-এমন প্রশ্নের জবাবে নামপ্রকাশে অনিচ্ছুক মাংস ব্যবসায়ী বলেন, বেশির ভাগ গরু ভালো থাকায় ছাড়পত্র নেওয়া হয় না। 

উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সিি তা রহমান বলেন, প্রতিদিন পশুর স্বাস্থ্য পরীক্ষা করার মতো জনবল আমাদের নেই। তবে স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গবাদিপশুর মাংস খাওয়া ঠিক না। স্বাস্থ্য পরীক্ষা করা ও ছাড়পত্র দেওয়া পৌরসভার কাজ। পৌরসভার নির্বাহী কর্মকর্তা জানান,আমাদের পর্যাডÍ জনবল নেই,তবে আমরা চেষ্টা করছি স্বাস্থ্য সম্মত পশু যেন জ্ববেহ করা হয়, তিনি আরো বলেন, আমাদের গবাদিপশু পরীক্ষার জন্য নিজস্ব কোনো জনবল ও শেডঘর নেই। এ জন্য স্বাস্থ্য পরীক্ষা করা অনেক সময় সম্ভব হয় না। নির্বাহী অফিসার তাহমিনা তারিন জানান, প্রাণী সম্পদ বিভাগকে বলবো যেন তারা প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত