কাউনিয়ায় সার ডিলারদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ১৯:৩৮ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩৭
কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলায় সার সংকট মোকাবেলায় বিসিআইসি ও বিএডিসি ডিলারদের সাথে মতবিনিময় সভা সোমবার বিকালে নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এনায়ারুল ইসলাম মায়া। বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ শাহানাজ পারভীন, থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ্, ইউপি চেয়ারম্যান আনছার আলী, আঃ মজিদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমদ, সার ডিলার তাজরুল ইসলাম, সার ডিলার প্রতিনিধি মিনহাজুর রহমান হেনা, নজরুল ইসলাম প্রমূখ। সভায় সার সরকারী মূল্যের বেশী বিক্রয়, চাহিদার অতিরিক্ত বিক্রয় করা যাবে না, সঠিক সময় সার উত্তোলন ও নিদৃষ্ট পয়েন্টে মজুত করতে হবে। ভ্রাম্যমান আদালত চলমান থাকবে। সভাপতি কাউনিয়া উপজেলা কোন ভাবে যেন সার সংকট না হয় সেব্যাপারে সারব্যবসায়ী সহ সকলের সহযোগিতা কামনা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত