কাউনিয়ায় শীতার্ত মানুষের মাঝে এলজিইডির কম্বল বিতরণ
 কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
                                    
                                    প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ০৯:৩৯ | আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ২২:০৭
 
                                        
                                    বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ এলজিইডি এর আয়োজনে গত বুধবার সন্ধায় কাউনিয়া উপজেলা ক্যাম্পাসে ১২০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ এলজিইডি এর পক্ষ থেকে কম্বল বিতরণ করেন নির্বাহী প্রকৌশলী রংপুর মোঃ রেজাউল হক। এসময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন, সহকারী নির্বাহী প্রকৌশলী নাফিউর রহমান, কাউনিয়া উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি প্রমূখ। কম্বল পেয়ে শিতার্ত মানুষগুলো বেজায় খুশি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            