কাউনিয়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ১৮:৩৮ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫৪
কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গত বুধবার যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি পালন করা হয়েছে। সূর্যদোয়ের সাথে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, সমাজ সেবা অফিসার সামিউল আলম, বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনছার আলী, ওসি তদন্ত সেলিমুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব প্রমূখ। পরে শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত