কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৫ আগস্ট ২০২২, ১৯:৩৯ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৪:১৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভোলা জেলা শাখার সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আঃ রহিম পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে কাউনিয়া উপজেলা যুবদল বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল বের করে। 

দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গালস্ স্কুল মোড়ে প্রতিবাদ সভা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামিনুর রহমান, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আব্দুর রহিম, যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, মনু সরকার, শফিউল আলম মুক্তি, যুবদল সদস্য রাসেদুল ইসলাম, জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম সদরুল, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ বাবু প্রমূখ। বক্তারা নুরে আলম ও আঃ রহিম হত্যার প্রতিবাদ জানান। বিক্ষোভ মিছিলে উপজেলার ৬ ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা অংশ গ্রহন করে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত