কাউনিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ১৮:২২ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০০:২০
কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২০২২ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় শুক্রবার পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল একত্রিশবার তোপধ্বনি, পুস্পস্তবক অর্পন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওজ, মুক্তিযোদ্ধাদেও সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, মসজিদ,মন্দিও,র্গিজা, প্যাগোডায় দোয়া ও বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতিম্যাচ ও পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সূর্যদয়ের সাথে সাথে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায় ও নির্বাহী অফিসার তাহমিনা তারিন এবং থানা অফিসার ইনচার্জ মোন্তাসির বিল্লাহ, এসময় উপস্থিত ছিলেন সহ সকল কর্মকর্তাগন। এর পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পর্যাক্রমে পুষ্পমাল্য অর্পন করেন। বিকালে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুস্কার বিতরন শেষে মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত