কাউনিয়ায় মোফাজ্জল হোসেন মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে লটারীর মাধ্যামে ছাত্র-ছাত্রী ভর্তি

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ১৮:৪৯ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১১:০৮

রংপুরের কাউনিয়ায় মোফাজ্জল হোসেন মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে লটারীর মাধ্যামে রবিবার ছাত্র-ছাত্রী ভর্তির তালিকা তৈরী করা হয়।

কাউনিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে ছাত্র-ছাত্রী ভর্তির লটারীর কার্যক্রম পরিচালনা করেন মোফাজ্জল হোসেন মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন মাদ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, প্রধান শিক্ষক আইয়ুব আলী, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ। সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। মুক্তিযোদ্ধা কোটা ও পোশ্য কোটা সংরক্ষন করা হয়। নির্বাহী অফিসার তাহমিনা কারিন জানান, নির্ধারিত ভর্তি ফি এর বেশী যদি কেউ নিয়ে থাকে তবে যে তাকে তাৎক্ষনিক ভাবে জানান হয়। নির্ধারিত ভর্তি ফি এর বেশী নেয়ার কোন সুযোগ নাই। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত