কাউনিয়ায় মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষনায় সংবাদ সম্মেলন
প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১০:৪৭ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:২৪
মুজিববর্ষে বাংলাদশের একজন মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না আর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ১ম পর্যায়ে কাউনিয়া উপজেলায় ১২০টি, ২য় পর্যায়ে ৪০০টি ও ৩য় পর্যায়ে ১ম ধাপে ৪০টি, ২য় ধাপে ৫৭টি ও চরাঞ্চলে ৩০টি ঘরের কাজ সম্পন্ন ও উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে। এরই ধরাবাহিকতায় আগামী ২২ মার্চ ২০২৩ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কাউনিয়া উপজেলায় ৪র্থ পর্যায়ে ১৫১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। কাউনিয়ায় বরাদ্দ প্রাপ্ত ১৫১টি ঘরের মধ্যে বালাপাড়া ইউনিয়নে ১৫টি, শহীদবাগ ইউনিয়নে ১০৬টি, সারাই ইউনিয়নে ১০টি, টেপামধুপুর ইউনিয়নে ২০টি ঘরের কাজ সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ গৃহের নির্মাণ কাজ প্রায় শেষ। নির্মিত ঘরসমূহে রয়েছে দুইটি শয়ন কক্ষ, বারান্দা, রান্নাঘর ও শৌচাগার।
এসকল পরিবারের জন্য নিশ্চিত করা হচ্ছে বিদ্যুৎ ও সুপেয় পানি ব্যবস্থা। প্রত্যককে সরকারি খরচে জমির দলিল নিবন্ধন ও নামজারী করে দেয়া হচ্ছে। উদ্বোধনের দিন উপকারভোগীদের মাঝে গৃহ প্রদানের সনদ, কবলিয়ত দাখিলা ও নামজারীর কপি হস্তান্তর করা হবে। উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মনোনিতা দাস জানান তালিকা মোতাবেক কাউনিয় তালিকাভুক্ত ১৫১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন এর মাধ্যমে কাউনিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই অনন্য উদ্যোগের তথ্য প্রকাশ ও প্রচারের জন্য আপনাদের সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদাত্ত আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব সরকার, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত