কাউনিয়ায় মুক্তির উৎসব ও সবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন
প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ১৫:৫৯ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:৩৩
কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সবর্ণজয়ন্তী উপলক্ষে ৭দিন ব্যাপী মুক্তির উৎসব ও সবর্ণজয়ন্তী মেলা ২০২২ গত বৃহস্পতিবার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়।
মুক্তির উৎসব ও সবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান জেমি, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব উল আলম, উপ সহকারী প্রকৌশলী শিউলী রিছিল, তথ্যসেবা কর্মকর্তা মোছাঃ আকতার জাহান প্রমূখ। মেলায় বিভিন্ন দপ্তর সহ ৩২টি স্টল স্থান পায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত