কাউনিয়ায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ১১:৫৫ |  আপডেট  : ২৫ এপ্রিল ২০২৪, ১৮:৪৫

দ্বিতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে গত সোমবার সারাদেশের ন্যায় কাউনিয়া উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্ধোধন করেন। কাউনিয়া উপজেলার নিজপাড়া গোপালগঞ্জ গ্রামে উদ্বোধন কালে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, সাবেক পৌর মেয়র হাকিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আঃ হান্নান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা আওয়ামীলীগ সহ সম্পাদক শফিকুল
ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, সদস্য হাবিবুর রহমান হাবিব, গনপূর্ত অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী রাজিয়া সুলতানা, উপসহকারী প্রকৌশলী খন্দকার মমিনুর রহমান, ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ আব্দুর রাজ্জাক, ইসলামী ফাউন্ডেশন মডেল কেয়ার টেকার শহিদুল ইসলাম প্রমূখ।

উদ্ধোধনী অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, ইমাম, সরকারী কর্মকর্তা সুধী বৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন এ মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদটি উদ্বোধন করায় কাউনিয়াবাসী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত