কাউনিয়ায় ভোটার তালিকা হালনাগাদ করণে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ  

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ২০:১৫ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ২০:০৩

কাউনিয়ায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রকারী ও সুপারভাইজারদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। কাউনিয়া দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কাউনিয়া উপজেলা নির্বাচন অফিসার মোছাঃ সুমিয়ারা পারভীন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ লিক নির্বাচন অফিসার জিএম সাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল করিম,পীরগাছা উপজেলা নির্বাচন অফিসার মোঃ শোয়েব সিদ্দিকী প্রমূখ। ১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কাউনিয়া উপজেলায় ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত