কাউনিয়ায় ভায়ারহাটে টিনের চালা কেটে স্বর্নের দোকান চুরি!

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫০ |  আপডেট  : ৪ এপ্রিল ২০২৫, ১২:১৬

কাউনিয়ায় বেশ কিছুদিন থেকে আইন শৃংখলার চরম অবনতি ঘটেছে। প্রায় প্রতিটি এলাকায় চুরি ছিনতাই বেড়েই চলেছে। কাউনিয়ার টেপামধুপুর ভায়ার হাটে স্বর্নের দোকান ঘরের পিছনে টিনের চালার টিন কেটে জুয়েলার্সের দোকান চুরি যাওয়ার খবর পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানাগেছে উপজেলার ভায়ারহাট বাজারে শুক্রবার গভীর রাতে  সুমন্ত জুয়েলার্সের দোকানের চালার টিন কেটে চোর দোকানে প্রবেশ করে ১ ভরি ১২ আনা স্বর্ণ, ৪০ ভরি রুপা, নগদ ২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। শনিবার সকালে সুমন্ত  জুয়েলার্সের মালিক শ্রী সুমন্ত চন্দ্র দোকান খুলে দেখেন ক্যাশ বাক্সের ড্রয়ার ভাঙ্গা সেখানে রাখা নগদ ২ হাজার টাকা নেই এবং শোকেসে সাজানো ১ ভরি ১২ আনা স্বর্ণের ও ৪০ভরি রুপার অলঙ্কার নেই। পুলিশ শনিবার দুপুরে ঘটনা স্থল পরিদর্শন করেছে। উল্লেখ্য গত শুক্রবার রাতে মামুন মটর স্পেয়ার হাউস কাউনিয়ার তালুকদার মার্কেট দোকানের পিছনের বেড়ার টিন কেটে চোর পুরাতন ১৫ কেজি ও নতুন তামার তার এর সাতটা বান্ডিল চুরি করে নিয়ে যায় যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মুলো বিষয়টি নিশ্চিত করে বকুল হোসেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত