তিস্তায় পানি বৃদ্ধি
কাউনিয়ায় ভাঙ্গনের আতঙ্কে নদীতীরের মানুষ
প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ২০:২৪ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৪:৪৪
উজানের পাহাড়ি ঢল ও কয়েকদিনের বর্ষণে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তি গ্রাম গুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে, সেই সাথে দেখা দিয়েছে ভাঙ্গনের আতঙ্ক। বৃষ্টি ও উজানের পানিতে নদীর পানি বৃদ্ধির ফলে চরা লের ফসলের ক্ষতি হয়েছে। দেখা দিয়েছে নদী ভাঙ্গন। কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে।
জানাগেছে ভারতের উজানের ঢল ও বৃষ্টির পানি দেশের বৃহত্তম সেচপ্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধিপেয়ে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়ে চরা লের গ্রাম গুলোতে পানি ঢুকতে শুরু করেছে। স্থানীয়রা জানান, উজানের পাহাড়ি ঢল ও কয়েক দিনের বৃষ্টিতে তিস্তা নদীর পানি প্রবাহ গত মঙ্গলবার রাত থেকে বৃদ্ধি পেয়ে ঢুসমারা চরসহ বেশ কিছু গ্রামে পানি ঢুকতে শুরু করেছে। পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গন আতংকে আছে উপজেলার ঢুসমারা, চর গদাই, পাঞ্জরভাঙ্গা, চর গনাই, তালুকশাহবাজ, হরিচনশর্মা, হয়বতখাঁ, আজমখাঁ, বিশ্বনাথসহ তিস্তা নদীর তীরবর্তী চরা লের মানুষ। হঠাৎ তিস্তা নদীতে পানি বৃদ্ধিতে তিস্তাপাড়ের মানুষ বড় বন্যার আশঙ্কা করছে।
কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন জানান তিস্তার পানি কিছুটা বৃদ্ধি পেলেও ফসলের তেমন কোন ক্ষতি হয়নি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার জানান বৃষ্টি ও উজানের ঢলে নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। আমরা খোঁজ খবর রাখছি এবং বন্যার জন্য আমাদের সকল প্রস্তুতি আছে। নির্বাহী অফিসার তাহমিনা বেগম জানান, বন্যার খোঁজ খবর রাখছি। তেমন কোন সমস্যা দেখাদিলে ব্যবস্থা গ্রহন করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত