কাউনিয়ায় বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান  

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৭ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ০৭:৩১

জেলা প্রশাসক রংপুর মোঃ আসিব আহসান কাউনিয়ায় বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান গত মঙ্গলবার বিকালে পরিদর্শন করেন।জেলা প্রশাসক রংপুর মোঃ আসিব আহসান প্রথমে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন ভুমি অফিস, টেপামধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, টেপামধুপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন, শিক্ষদের সাথে মতবিনিময় করেন, ভুমি অফিস পরিদর্শন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এরপর তিনি উপজেলা ভুমি অফিস পরিদর্শন করে সেখানে একটি গাছের চারা রোপন করেন। পরিদর্শন কালে তার সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার প্রমূখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত